পুলিশের অনুপস্থিতির সুযোগে গত দুই রাত ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। ডাকাতির খবরে আতঙ্কগ্রস্থ পুরো রাজধানীবাসী। রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রয়োজনে সেনাবাহিনীকেও খবর দেওয়া হচ্ছে।
বুধবার (৭ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টা থেকে রাজধানীর মোহাম্মদপুর, নবোদয় হাউজিং, বসিলা, মানিকদি, কালশী, ইসিবি চত্ত্বর, ধানমন্ডি ও উত্তরা এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। এসব এলাকায় মসজিদে মাইকিং হচ্ছে, সবাইকে সতর্ক করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, ডাকাত দল এলাকায় প্রবেশ করে ডাকাতি করছিল। এমন সময় সেনাবাহিনীর দেওয়া জরুরি নম্বরে ফোন করলে তারা এসে পুরো এলাকায নিয়ন্ত্রণে নেয়। এরপর বেশ কয়েকজন ডাকাত চক্রের সদস্যকে আটক করে সেনাবাহিনী।
এরই মধ্যে বেশকিছু ডাকাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে এর পিছনে কাদের হাত রয়েছে। তা নিয়ে সোস্যাল মিডিয়া জুড়ে আলোচনা হচ্ছে। তা হুবহু তুলে ধরা হলো…
মিরপুর ইসিবি চত্তর এলাকা আজকে রাতে নাজিমুদ্দিন ভুইয়া ওরফে আরজুর লোকজন ডা-কাতি করতেছে!! আজ সন্ধ্যার পর থেক ইসি চত্তর,বালুরমাঠ এলাকাগুলো অস্ত্র নিয়ে ডা-কাতিতে নেমেছে শতাধিক ব্যক্তি। এরা সবাই স্থানীয় আলীগ নেতা নাজুমুদ্দিনের ক্যাডার।
সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে। সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে,মিরপুর থানা থেকে লুট হওয়া অস্ত্রে একটি অংশ দিয়ে চালানো হচ্ছে ডা-কাতি। নাজিমুদ্দিনকে যেখানেই পাবেন জয় বাংলা।। আওয়ামী লীগ নেতা আব্বাসের আশীর্বাদপষ্ট এই নাজিমুদ্দিন।।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |