প্রচ্ছদ রাজনীতি আমি আর পারছি না’ বলে জাপা প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণা

আমি আর পারছি না’ বলে জাপা প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণা

রাজনৈতিক : ভোটের চারদিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান সরকার। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি।

আতাউর রহমান সরকার জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাঘাটা উপজেলা কমিটির আহ্বায়ক। তিনি গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

আতাউর রহমান বলেন, ‘সরকারের একতরফা নির্বাচন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছি। আমার সরে দাঁড়ানোর বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কোনো আলোচনা হয়নি। মূলত আমি আর পারছি না। যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন (নৌকা), আওয়ামী লীগের স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) ও এনপিপির ফারুক মিয়া (আম) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।