প্রচ্ছদ রাজনীতি আরও ৩ দিন লিফলেট বিতরণ কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপি

আরও ৩ দিন লিফলেট বিতরণ কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপি

রাজনীতি: সরকারের পদত্যাগ, দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জন ও অসহযোগে অংশগ্রহণের আহ্বান জানিয়ে পঞ্চমবারের মতো আরও ৩ দিন লিফলেট বিতরণ কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপিসহ সমমনা দলগুলো। সোমবার (১ জানুয়ারি) তৃতীয় দফার লিফলেট বিতরণ কর্মসূচির শেষে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ এই কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

নাম না প্রকাশের শর্তে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য সংবাদমাধ্যমকে বলেন, আগামী আরও ৩ দিন লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে। তারপর ৪৮ বা ৯২ ঘন্টার হরতাল বা অবরোধ কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে দলের স্থায়ী কমিটির বৈঠকে। আর ভোটের দিনও হরতাল মতো কর্মসূচি থাকতে পারে। যদিও এই বিষয়ে এখন চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। তবে ইতোমধ্যে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির এই কর্মসূচি ঘোষণা করেছে আনুষ্ঠানকিভাবে।

আজ দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ এক সংবাদ বিবৃতিতে বলেন, বিএনপির সমর্থনে সমগ্র দেশে এলডিপির নেতাকর্মীরা ৭ জানুয়ারির নির্বাচন বাতিল, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, মিথ্যা সাজা বাতিল, গায়েবি মামলা বন্ধ, বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ করবে।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর দলীয় মহাসমাবেশ পণ্ড হওয়ার পরদিন ২৯ অক্টোবর থেকে গত দেড় মাস ধরে সরকার পতনের আন্দোলনে ধারাবাহিকভাবে হরতাল ও অবরোধ কর্মসূচি দিয়ে আসছিল বিএনপি। পরে গত ২১ ডিসেম্বর থেকে ভোট বর্জন ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের আহ্বানে গণসংযোগ কর্মসূচি পালন করে আসছে দলটি। এই কর্মসূচির আওতায় চার দফায় ১০ দিন সারা দেশে লিফলেট বিলি করেন বিএনপির নেতাকর্মীরা। এর আগে ১২ দফায় ২২ দিন অবরোধ ও চার দফায় ৫ দিন হরতাল কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।