প্রচ্ছদ হেড লাইন আ. লীগের ভোট চুরির দরকার হয় না, মন জয় করেই ভোট পায়:...

আ. লীগের ভোট চুরির দরকার হয় না, মন জয় করেই ভোট পায়: প্রধানমন্ত্রী

হেড লাইন: স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আবারো নৌকায় ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন ভোটারদের নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান তিনি।

সোমবার (১ জানয়ারি) রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন শেখ হাসিনা। সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। আগামী সাত জানুয়ারি ভোট দেয়ার মাধ্যমে বিএনপির অগ্নিসন্ত্রাসের জবাব দিতে জনগণের প্রতি আহবান জানান তিনি। বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা দলখ করে, তারাই ভোট চুরি করে।

শেখ হাসিনা বলেন, ভোট চুরির সুযোগ নাই, তাই বিএনপি নির্বাচনে আসেনি। ভোট বন্ধ করার সাহস বিএনপির নেই বলেও মন্তব্য করেছেন তিনি। ঢাকাকে যানজট মুক্ত করার নানা উদ্যোগের পাশাপাশি যোগাযোগ, স্বাস্থ্য, চিকিৎসা ও পরিবেশ উন্নয়নে সরকারের চলমান উদ্যোগের কথা তুলে ধলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।