প্রচ্ছদ দেশজুড়ে আওয়ামী লীগ নেতাকে হাতুরিপেটা

আওয়ামী লীগ নেতাকে হাতুরিপেটা

রাজনৈতিক : রাজবাড়ীর পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্যানেল মেয়র মো. অতুর সরদারকে হাতুরিপেটা করেছে সন্ত্রাসীরা।তাকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার ফজর নামাজের পর হাঁটতে বের হলে পৌর শহরের মৈশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটু দূরে এ ঘটনা ঘটে। ঘটনার পর পাংশা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ব্যাপারে অতুর সরদার জানান, প্রতিদিনের ন্যায় ফজরের নামাজের পর হাঁটতে বের হয়েছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে মৌরাট ইউনিয়নের আনছারের দুই ছেলে আল আমিন ও উজ্জল, তাদের সঙ্গে আরও তিনজন ছিল, তারা আর্তকিত হামলা করে। তিনি একজনকে ধরে ফেলেছিলেন, পরে হাতের উপর হাতুরি দিয়ে বাড়ি দিয়ে দ্রুত পালিয়ে যায়।

তিনি বলেন, আনছার ও তার ছেলেরা অস্ত্রধারী। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে তারা অস্ত্র নিয়ে চলাচল করে। ইতিপূর্বেও তাদের এ অবস্থার কথা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তারা ওই এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি ও ছিনতাই করে বেড়ায়।

এসআই তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সরদার বাসস্ট্যান্ড ও মৈশালা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

আনছারের ছেলে আল আমিন ও উজ্জলকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।