প্রচ্ছদ রাজনীতি আঃলীগ নেতাদের আশ্রয় দেওয়ার প্রকাশ্য ঘোষণা বিএনপি নেতার

আঃলীগ নেতাদের আশ্রয় দেওয়ার প্রকাশ্য ঘোষণা বিএনপি নেতার

জাতীয়: সারা দেশ যখন আওয়ামী লী‌গ ও তাদের অনুসারীদের বিরুদ্ধে সোচ্চার। বিন্দু প‌রিমাণ ছাড় দিতে নারাজ, ঠিক তখনই এক বিএনপি নেতা আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএন‌পির সভাপ‌তি আব্দুর রহমান ফরা‌জি এ ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএন‌পিতে আসার জন্য আহ্বান জানান।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল থেকে দুদিন আগের ৩‌ মি‌নিট ২১‌ সেকেন্ডের এক‌টি ভি‌ডিও সামা‌জিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে বিএনপির ওই নেতাকে বলতে শোনা যায়, রাঙ্গাবালীতে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিবে বিএনপি। আমি উপজেলা বিএন‌পির সভাপতি আব্দুর রহমান ফরাজি আপনাদের পাশে আছি।

রাঙ্গাবালী উপজেলা বিএন‌পির একা‌ধিক নেতা নাম প্রকা‌শ না করার শর্তে জানান, শ‌নিবার রাঙ্গাবালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএন‌পির এক জনসভা রয়েছে। জনসভা উপলক্ষে বুধবার বিকেলে রাজার বাজার এলাকায় পথসভায় এ বক্তব্য দেন ফরা‌জি।

এ বিষয়ে জানতে চাইলে রহমান ফরা‌জি বলেন, আমি ওভাবে ব‌লিনি। যারা নিরীহ আওয়ামী লীগ তাদের‌ আমি দলে আসতে বলে‌ছি। যারা সন্ত্রাস করেছে তাদের বিষয়ে কোনো আপস নেই।

সূত্র : কালবেলা

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।