প্রচ্ছদ সারাদেশ এবার এক খবরেই যা হলো আলু-পেঁয়াজের দাম

এবার এক খবরেই যা হলো আলু-পেঁয়াজের দাম

সারাদেশ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের আলু ও পেঁয়াজ আমদানি বন্ধের খবরে হঠাৎ দাম বেড়েছে এই দুই পণ্যের । গত ২৪ ঘণ্টায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০-১৫ টাকা এবং আলুর দাম বেড়েছে পাঁচ টাকার মতো।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজার ও নিউমার্কেট ঘুরে এবং শিবগঞ্জ কাঁচাবাজারে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে। পুরাতন বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মেহেল আলী বলেন, গতকাল ৭০ থেকে ৭৫ টাকায় পেঁয়াজ বিক্রি করেছি আর আজকে সেই পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি করেছি।

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেট এলাকার শামীম স্টোরের স্বত্বাধিকারী শামিম বলেন, ইন্ডিয়ান পেঁয়াজ গতকাল ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি করেছি। আজকে বিকেল থেকে সেই পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি করেছি। শফিকুল ইসলাম নামে আরেক সবজি বিক্রেতা বলেন, আসলে দোষ আমাদের। ভারত থেকে পেঁয়াজ আসবে না শুনে অনেকে বেশি বেশি করে আলু ও পেঁয়াজ কিনছে। তাই বিকেল থেকে বিক্রেতারা বেশি দামে পেঁয়াজ ও আলু বিক্রি করছে। শিবগঞ্জের জি. এল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সোহেল ইসলাম বলেন, গতকাল থেকে ভারতের পেঁয়াজ ও আলু আসছে না। এজন্য দাম বাড়ছে। এমন চলতে থাকলে দাম আরও বাড়বে বলেও জানান তিনি। সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বলেন, গতকাল সোনামসজিদ স্থলবন্দর দিয়ে মাত্র তিন গাড়ি আলু এসেছিল কিন্তু আজকে আলু ও পেঁয়াজ কোনোটাই আসেনি। তবে অন্যান্য পণ্য এই বন্দর দিয়ে প্রবেশ করেছে বলেও জানান তিনি।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।