সারাদেশ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন (৭ জানুয়ারি) সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালনের ডাক দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীতে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের সময় দেওয়া বক্তব্যে দলটির সদস্যসচিব মজিবুর রহমান এ আহ্বান জানান।
এ সময় তিনি ভোটের দিনকে দেশ ও জাতির জন্য গভীর অন্ধকারাচ্ছন্ন ‘কালো দিন’ অভিহিত করে ওই দিন মানুষকে স্বেচ্ছায় ঘরে থেকে এই কর্মসূচি পালনের আহ্বান জানান। এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, ৭ জানুয়ারি একজনের ভোটেই সব নির্ধারিত হচ্ছে। এখানে জনগণের ভোটের কোনো অধিকার নেই। যতক্ষণ পর্যন্ত একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন না হবে, ততক্ষণ এই আন্দোলন চলবে।
গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসিরসহ অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে ৫ জানুয়ারি সকালে। ভোটগ্রহণ সাত জানুয়ারি।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |