সারাদেশ: রাজধানীর সায়দাবাদ রেলগেটের করাতিটোলার শের-এ-বাংলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দায়িত্বরত আনসার-ভিডিপি সদস্য অন্তর (২২) আহত হয়েছেন।
রবিবার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে এ ঘটনা ঘটে।
পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সায়দাবাদ শের-এ-বাংলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় নির্বাচনী ভোটকেন্দ্রের সামনে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ডান পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয় আনসার-ভিডিপির সদস্য অন্তরের। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি চলে গিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। যা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। সারাদেশে ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার নতুন ভোটার মুখিয়ে আছেন ভোট দেয়ার জন্য।
ইসির তথ্যানুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এ নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ৪৩৬ জন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |