ঝিনাইদহ শহরে পৃথক তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্বাস হোসেন (৩৩) আহত হয়েছেন।
শনিবার (৬ জানুয়ারি) রাত নয়টার দিকে শহরের পায়রা চত্বর, হামদহ মোড় ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের মুজিব চত্বরে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আহত আব্বাসকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়।
আহত আব্বাসের মামা সেলিম হোসেন জানান, তার নিজস্ব মেসার্স ইসলামিয়া ব্যাটিং স্টোরে ভাগ্নেসহ কয়েকজন বসে গল্প করছিল। এসময় তার দোকানের সামনে একটি বিকট শব্দ শুনতে পায়। এক মিনিটের ব্যবধানে আরও একটি শব্দ শুনতে পান। এতে তার ভাগ্নে আব্বাস আহত হয়। আহত আব্বাসকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়।
ঝিনাইদহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর শুনেছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানানো হবে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |