সারাদেশ : মাত্র দুই বছর আগে ভাগ্যের চাকা পরিবর্তনে ওমান পাড়ি দিয়েছেন মোহাম্মদ রাজিব হোসেন (২৫)। গাড়ি চাপায় নিহত হয়ে অধরা স্বপ্নের মৃত্যুতে কফিনবন্দি হয়ে ফিরলেন দেশে।
বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নের চর বালুয়া গ্রামের জনতা বাজার জামে মসজিদ মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয় রাজিবের মরদেহ। এ সময় একনজর দেখার জন্য বাড়িতে ভিড় জমান প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা।
নিহত মোহাম্মদ রাজিব হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নের চর বালুয়া গ্রামের জনতা বাজার এলাকার নূর নবীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের মুখে হাসি ফোটাতে দুই বছর আগে ওমানে পাড়ি জমান রাজিব। গত ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে কাজে যাওয়ার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওমানের মাস্কাট শহরে গাড়িটি উল্টে গেলে গাড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
বুধবার (১০ জানুয়ারি) বিকেলে তার মরদেহ নিজ গ্রামে আসলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক নজর মরদেহ দেখার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও এলাকার শত শত নারী-পুরুষ ভিড় করেন।
জানাজায় অংশ নেওয়া রাজিবের বড় চাচা নুর আলম বলেন, দুই বছর আগে ওমানে যান রাজিব। সেখানে যাওয়ার পর এলাকার আরও লোকজনের সঙ্গে সমুদ্রে মাছ ধরার কাজ করতেন রাজিব। গত ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) মাইক্রোবাসযোগে কয়েকজনের সঙ্গে মাছ শিকারের জন্য যাচ্ছিলেন। পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে উল্টে যায়। এতে গাড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় রাজিব।
নিহতের বাবা নূর নবী বলেন, আমার শান্তশিষ্ট ছেলে দুনিয়া থেকে চলে গিয়ে আমাদের কঠিন পরীক্ষায় ফেলে গেছে। সংসারের হাল ধরতে সে বিদেশ পাড়ি দিয়েছে। তবে ভাগ্য তার সহায় হয়নি। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |