প্রচ্ছদ আজকের সেরা সংবাদ কর্মসূচি নিয়ে জামায়াতের বিবৃতি

কর্মসূচি নিয়ে জামায়াতের বিবৃতি

দেশের সকল মহানগরীতে এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি ২৮ জানুয়ারি মহানগরীগুলোতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল পালনের আহ্বান জানান।

শনিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিষয়ে জানানো হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, ‌নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে দেশের সব মহানগরীগুলোতে আগামী ২৮ জানুয়ারি রোববার বিক্ষোভ মিছিলের কর্মসূচি আমরা ইতোপূর্বেই ঘোষণা করেছি।

তিনি ঘোষিত এ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য জামায়াতের সব মহানগরী শাখা এবং মহানগরীবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।