কুমিল্লায় সিএনজি অটোরিকশা চালককে হত্যায় দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লা দাউদকান্দি উপজেলার কালাইরকান্দি গ্রামের নলি মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর, দেবীদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের হাতেম আলীর ছেলে ইমরান এবং দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের ডিপটি’র ছেলে সুমন ও দেবীদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের রুবেল।
মামলায় জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল সিএনজি অটোরিকশা চালক ইকতার হোসেনের সিএনজিতে যাত্রী সেজে ওঠে ছিনতাইকারীরা। পরে গাড়ি থামিয়ে ইকতারকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে খবর দেয়। এ ঘটনায় পরদিন নিহতের বড়ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |