জাতীয়: নির্বাচন নিয়ে কে কী বলল, তা নিয়ে উদ্বিগ্ন নন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আর কে কী করবে, না করবে—এটা নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি এটা নিয়ে কোনো কিছু বলবও না।’।
গতকাল রোববার সকালে রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শেখ হাসিনা। নির্বাচন নিয়ে বিভিন্ন সমালোচনা হচ্ছে —এ নিয়ে প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘নির্বাচন নিয়ে কে কী বলল, সেটা নিয়ে আমি উদ্বিগ্ন না। কারণ, বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র। আর জনগণ আমাদের মূল শক্তি।’
এ নির্বাচন নিয়ে অনেক বাধা-বিপত্তি ছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনটাও কিন্তু একান্তভাবে জরুরি। পাঁচ বছর শেষ করার পর নতুন সরকার আসবে। জনগণ তাদের ইচ্ছেমতো ভোট দেবে। আর সেই ভোট দেওয়ার পরিবেশটা আমরা তৈরি করতে পেরেছি।’
বিএনপিবিহীন নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে—এক বিদেশি সাংবাদিকের এমন প্রশ্নে শেখ হাসিনার পাল্টা প্রশ্ন, ‘নির্বাচনের গ্রহণযোগ্যতা কাদের কাছে? একটি সন্ত্রাসী দলের (বিএনপি) কাছে আমাদের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে?’
এ সময় বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি) প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই। আমার জবাবদিহি জনগণের প্রতি। এই নির্বাচন জনগণ গ্রহণ করেছে কি না, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। এই নির্বাচন তাদের (বিএনপি) কাছে গ্রহণযোগ্য হলো কি না, সেটা নিয়ে আমি মাথা ঘামাই না।’ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
আজ মতবিনিময় করবেন শেখ হাসিনা নির্বাচন নিয়ে আজ সোমবার বিকেলে দেশি-বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বেলা সাড়ে ৩টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |