প্রচ্ছদ হেড লাইন খেলাফত মজলিসের নতুন কর্মসূচি

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি

নতুন কর্মসূচি দিয়েছে খেলাফত মজলিস। কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শুক্রবার (১২ জানুয়ারি) বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিল করবে দলটি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রত্যাখ্যাত ডামি নির্বাচন বাতিল করে দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আগামীকাল ১২ জানুয়ারি বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, একতরফা নির্বাচন বাতিল করে আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সুষ্ঠু ও সকলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন চাচ্ছি। গত ৭ জানুয়ারি যে ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে ভোটদান থেকে বিরত থেকে জনগণ তা প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, পর্যবেক্ষকদের তথ্য মতে সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে প্রকৃত ভোটারের উপস্থিতি নির্বাচন কমিশন ঘোষিত উপস্থিতির চেয়ে অনেক কম ছিল। কিছু কিছু কেন্দ্রে অপ্রাপ্ত বয়স্কদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এই নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে কার্যত কোন প্রতিদ্বন্দ্বিতার সুযোগই ছিল না। আওয়ামী লীগ নিজ দলের লোকদের দিয়ে স্বতন্ত্র প্রার্থী বানিয়ে একটি ডামি নির্বাচন উপহার দিয়েছে, যা জাতির সাথে তামাশার শামিল। তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ একের পর এক ত্রুটিপূর্ণ ও একতরফা নির্বাচনের কারণে বাংলাদেশের সুস্থ রাজনৈতিক ধারা বাধাগ্রস্ত হয়েছে। রাজনৈতিক মূল্যবোধ বিসর্জন দিয়ে সরকারের এহেন কর্মকাণ্ড দেশে সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে। অর্থনৈতিক বিপর্যয়ের দিকে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে। একটি অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করে দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে। বুধবার খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিলের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুববিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, হাজি নুর হোসেন, আবুল হোসেন প্রমুখ।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।