অপরাধ: বগুড়ায় র্যাবের পরিচয়ে এক কলেজ ছাত্রকে অপহারণ করে মুক্তিপণ দাবি করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেপ্তার করেছে। অপহৃত ছাত্র গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই এলাকার মৃত. হাবিল সরকারের ছেলে মো. ফেরদৌস সরকার (২৫)।
পুলিশ জানিয়েছে গতকাল শুক্রবার রাত ২ টার দিকে র্যাবের পোশাক পরিহিত ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তি নিজেদেরকে র্যাব পরিচয় দিয়ে মো. ফেরদৌস সরকারকে অপহরণ করে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ফেরদৌসের পরিবার এরই মধ্যে ৩ লাখ টাকা নগদ ও বিকাশের মাধ্যমে প্রদান করেন।
এক বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি
বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের হয়। পুলিশ নগদ ও বিকাশ নাম্বারে ফাঁদ পেতে বিকাশের টাকা নিতে আসা একজন নারীকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করে। জনগণের সহযোগিতায় ফেরদৌসকে উদ্ধার করা হয়েছে। সে বর্তমানে নরসিংদী জেলার মাধবদি থানা হেফাজতে রয়েছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |