প্রচ্ছদ রাজনীতি গোয়েন্দা সংস্থার পরিচয়ে হাসপাতালে গিয়ে চাপ, সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন

গোয়েন্দা সংস্থার পরিচয়ে হাসপাতালে গিয়ে চাপ, সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন

রাজনীতি : হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি (জেপি) প্রার্থী রুহুল আমিন। একই সঙ্গে তিনি ওই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নিজ নেতাকর্মীদের লাঙ্গল প্রতীকের হয়ে কাজ করার অনুরোধ করেছেন। গত শনিবার (১ জানুয়ারি) ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এক ভিডিও বার্তায় তিনি এই সিদ্ধান্ত জানান।

তবে রুহুল আমিনের ছোট ভাই ও জেপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন এবং ভাতিজা রানা পারভেজ দাবি করেছেন, ‘সরকারি গোয়েন্দা সংস্থার পরিচয়ে হাসপাতালে গিয়ে রুহুল আমিনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দেওয়া হয়েছে। তার কাছে জোর করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বক্তব্য নেওয়া হয়েছে।’

তারা বলেন, ‘আমরা বর্তমানে রুহুল আমিনের জীবনের নিরাপত্তা নিয়ে সংশয়ে আছি। তাকে মেরে ফেলা হতে পারে।’ সাবেক এই সংসদ সদস্যের ছোট ভাই মোজাফফর হোসেন বলেন, ‘জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের কেবিন থেকে আমাদের পরিবারের সবাইকে বের করে দিয়ে ভাইয়ের কাছে জোর করে ভিডিও বক্তব্য নেওয়া হয়েছে। সঙ্গে তার পুত্রবধূ ছিলেন। তাকেও বের করে দেওয়া হয়েছে। আমি দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। আমার সঙ্গে বা দলের সঙ্গে কথা না বলে ভাই এমন সিদ্ধান্ত নিতেই পারেন না।’

এর আগে শনিবার ভোরে অসুস্থ হয়ে পড়লে সাবেক এই সংসদ সদস্যকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ হাসান খান।

প্রসঙ্গত, সাবেক সংসদ সদস্য রুহুল আমিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী হিসেবে বাইসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।