প্রচ্ছদ আজকের সেরা সংবাদ জিএম কাদের উধাও, মাঠ কাঁপাচ্ছেন তৃতীয় লিঙ্গের রানী

জিএম কাদের উধাও, মাঠ কাঁপাচ্ছেন তৃতীয় লিঙ্গের রানী

আজকের সেরা সংবাদ: প্রতীক বরাদ্দের পর রংপুর-৩ সদরে প্রচারণার মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। সদর আসনে ছয়জন প্রার্থী থাকলেও মাঠে রয়েছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে মানুষ নির্বাচনবিমুখ হয়ে পড়েছে। নির্বাচনে আসতে চায় না। কিন্তু আমি যেখানেই যাচ্ছি, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষের একটাই কথা, এবার ভোট কেন্দ্রে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। কেবল রানী আপাকে ভোট দিতেই কেন্দ্রে যাব। মানুষের মাঝে একঘেয়েমি এসেছে। তারা এখন পরিবর্তন চাচ্ছেন।

এদিকে, রংপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের নির্বাচনের মাঠে নেই বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী থেকে প্রথমবার নির্বাচনে অংশ নেয়া এই প্রার্থী অভিযোগ করে বলেন, নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ থেকে জমা, যাচাই-বাছাইয়ে এবং প্রতীক বরাদ্দের দিনেও রংপুর আসেননি জিএম কাদের। তিনি এখন প্রচারণার মাঠেও নেই উধাও। রংপুরের মানুষ বারবার জাতীয় পার্টিকে ভোট দিয়ে প্রতারিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাব এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে রংপুরের কৃষিকে এগিয়ে নিতে কাজ করবেন বলেও তিনি জানান।

আনোয়ারা ইসলাম রানী বলেন, বর্তমান প্রেক্ষাপটে মানুষ নির্বাচন বিমুখ হয়ে পড়েছে। নির্বাচনে আসতে চায় না। কিন্তু আমি যেখানেই যাচ্ছি, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষের একটাই কথা, এবার ভোটকেন্দ্রে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। কেবল রানী আপাকে ভোট দিতেই কেন্দ্রে যাবো। মানুষের মাঝে একঘেয়েমি এসেছে। তারা এখন পরিবর্তন চাচ্ছে। এবার নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা স্থাপন ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ রংপুরের উন্নয়নে ২১টি প্রস্তাবনা বাস্তবায়নে জোর দেওয়া হবে। এসময় রানী বলেন, জাতীয় পার্টি ঘুঘুর মতো বারবার এখানে এসে ধান খেয়ে চলে গিয়েছে। তারা রংপুরের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এবার আর মানুষ সে যুযোগ দেবে না।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।