দেশজুড়ে : ডিবি পুলিশ পরিচয় দিয়ে ফিল্মি কায়দায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ব্যবসায়ীর পিকআপ থামিয়ে ৫ লাখ ২৩ হাজার টাকা ছিনতাইয়ের দুর্ধর্ষ ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ই জানুয়ারি) বেলা আড়াইটায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরের গারাদহ ইউনিয়নের মশিপুরে এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী প্রান্ত রায় (২৬) নেত্রকোনা জেলার কলমাকান্দা পৌর শহরের বাসাউড়া গ্রামের দিলীপ রায়ের ছেলে।
স্থানীয় মধ্যবাজারের ভাইভাই মার্কেটে প্রান্ত শান্ত বস্ত্রালয় নামে তাদের কাপড়ের দোকান রয়েছে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী প্রান্ত রায় বলেন, মঙ্গলবার সকাল ৭টায় ছোটভাই শান্তকে নিয়ে পিকআপ যোগে শাহজাদপুর কাপড়ের হাটের উদ্দেশ্যে রওয়ানা দেই। পথিমধ্যে বগুড়া নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের মশিপুরে এমএসবি ব্রিকস নামের ইটভাটার সামনে পৌঁছালে পেছন থেকে ২জন মোটরসাইকেল আরোহী পিকআপ থামাতে বলে।
কমলা রঙের হরনেট মোটরসাইকেল থেকে নেমে উক্ত ব্যক্তিদ্বয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পিকআপে তল্লাশি চালাতে থাকে। এসময় পিকআপে রাখা লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় ৫ লাখ ২৩ হাজার টাকা তারা দেখতে পেয়ে ছিনিয়ে নেয়। তাদের বাঁধা দিলে একজন ছুরি বের করে ছোটভাই শান্তকে হত্যার ভয় দেখিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার, পরিদর্শক তদন্ত মোঃ শাখাওয়াত হোসেন ও পরিদর্শক অপারেশন আবু সাঈদ।
এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে থানার একটি দল পাঠানো হয়। পরে উর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
তিনি আরও বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত করে ছিনতাইয়ের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে লুন্ঠিত টাকা উদ্ধারে চেষ্টা চলছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |