টানা তিন জয়ে ইতোমধ্যেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে হলেও সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। উক্ত সিরিজের জন্য প্রথম তিন ম্যাচের দল ঘোষণা করেছিল বিসিবি। বাকি দুই ম্যাচের দল ঘোষণা করা হবে বুধবার (৮ মে)।
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে আগের দুই ম্যাচের তুলনায় ভালো লড়াই করেছে জিম্বাবুয়ে। বাকি দুই ম্যাচ জিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা। শেষ দুই ম্যাচের দলে ফিরছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দ্বিপক্ষীয় সিরিজের শেষ দুই ম্যাচ হবে ঢাকায় ১০ ও ১২ মে।
সিরিজ নিশ্চিতের পর বাংলাদেশ শেষ দুই ম্যাচে পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় বেঞ্চের শক্তি কতটা গভীর, তা দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। বাজে ফর্মে থাকা লিটন দাসের পরিবর্তে অন্য কারো দেখা মিলতে পারে দলে। সেক্ষেত্রে শেষ ২ ম্যাচের দলে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |