কুমিল্লার লালমাই উপজেলার দত্তপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে গলায় ওড়না পেঁচিয়ে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন তিনি।
নিহত নববধূর নাম ফাহিমা আক্তার। সে লালমাই উপজেলার গোসাইপুষ্করনী গ্রামের মোস্তফা কামাল মজুমদারের মেয়ে। তার স্বামী একই উপজেলার দত্তপুর গ্রামের প্রবাসী মেহেদী হাসান হৃদয়।
জানা গেছে, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর প্রেমিক মেহেদী হাসান হৃদয় সৌদি আরবে থাকায় সম্প্রতি মোবাইলে বিয়ে হয় ফাহিমার।
ফাহিমার বাবা মোস্তফা কামাল মজুমদার বলেন, আমার মেয়ের বিয়ে তারা মেনে নিতে পারেনি যার কারণে আমার মেয়েকে হত্যা করেছে।
নিহতের শাশুড়ি বলেন, দুপুরে বৌমাসহ একসঙ্গে খেয়েছি। ফোন আসাতে সে তার রুমে চলে যায়। এরপর আমি ঘুমাতে যাই। পরে ঘুম থেকে উঠে আমি নতুন বাড়িতে যাওয়ার জন্য ফাহিমাকে ডাক দিতে থাকি। কিন্তু ডাকাডাকির পরেও দরজা না খুললে আমার সন্দেহ হয়। পরে পেছনের জানালা দিয়ে দেখি ফাহিমা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, খবর পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে লাশ নামানো হয়। ময়নাতদন্ত শেষে রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |