দেশজুড়ে : বাগেরহাটের মোংলায় নির্বাচনী জনসভায় ‘নারী নেতৃত্ব হারাম’ বলে বক্তব্য দেওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একরাম আলী ইজারাদারের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মোংলা থানায় মামলাটি করেন।।
মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম। এজাহার সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর বিকেলে মোংলা উপজেলার সুন্দরবন
ইউনিয়নের মুসল্লীপাড়া এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ঈদ্রিস আলী ইজারাদারের পক্ষে জনসভার আয়োজন করা হয়। জনসভায় ‘নারী নেতৃত্ব হারাম’ বলে অবমাননাকর ও আক্রমণাত্মক বক্তব্য দেন সুন্দরবন ইউপি চেয়ারম্যান একরাম আলী ইজারাদার,
যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। ফলে জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ১৮ অনুযায়ী এ মামলা করা হয়েছে।
মামলার বাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইউপি চেয়ারম্যান একরাম আলী ইজারাদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান একরাম আলী ইজারাদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। একরাম আলী ইজারাদার মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদে ২০২১ সালে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন তিনি।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |