প্রচ্ছদ জাতীয় নিজ কার্যালয়ের মেঝেতে পড়ে ছিল এডিসির মরদেহ

নিজ কার্যালয়ের মেঝেতে পড়ে ছিল এডিসির মরদেহ

জাতীয়: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিবহন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকার মারা গেছেন। বিসিএস পুলিশ ৩০তম ব্যাচের ক্যাডার ছিলেন তিনি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে আকষ্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এডিসি জ্যোতির্ময় তার নিজ কার্যালয়ের বিশ্রাম রুমে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

জ্যোতির্ময় সরকার ১৯৮২ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সুনামগঞ্জ জেলায়। ২০১২ সালে ৩০তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি। তার মৃত্যুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।