প্রচ্ছদ বিনোদন বাংলা গান চলবেনা হিন্দি শুনব! শুনেই মেজাজ হারালেন ইমন! এরপর যা হলো

বাংলা গান চলবেনা হিন্দি শুনব! শুনেই মেজাজ হারালেন ইমন! এরপর যা হলো

বিনোদন: শুক্রবারের রাত। রাজারহাট অঞ্চলে চলছিল জমজমাট কনসার্ট। মঞ্চে ইমন চক্রবর্তী। নীচে ভিড় করে রয়েছে শ্রোতার দল। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ বাংলা গান ছেড়ে হিন্দি গান ধরার জন্য ইমনকে বলা হয়! শোনামাত্রই কড়া ভাষায় তার জবাব দিয়েছিলেন গায়িকা। রীতিমতো ঝাঁজিয়ে উঠে অনুষ্ঠানের মঞ্চ থেকেই ইমন চক্রবর্তী  বলে উঠলেন, “জোরের সঙ্গে বলা যে আমি বাংলা গান শুনব না। এটা অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত! ‘

এইটুকুতেই চুপ করে যাননি ইমন। জোর গলায় ওই বক্তার উদ্দেশ্যে বলেন, “ফালতুগিরি করো না! একদম করো না। এই রাজ্যের নাম বাংলা। পাঞ্জাবি গান শোনো, মারাঠি গান শোনো, গুজরাটি শোনো, ইংরেজি গান শোনো। কিন্তু তোমার সাহস হল কী করে আমায় বাংলা গান গাইতে না বলতে? তুমি কে হে? সাহস কে দিল? এই ভন্ডামিগুলো একদম করো না। সাহস থাকলে স্টেজে এসো। দেখি কত সাহস! বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় রোজগার করছ এদিকে বাংলা গান শুনবে না বলছ!”

 

গায়িকার এই প্রতিবাদের মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে, ভিডিওটি  নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও । সঙ্গে ক্যাপশনে লেখেন –
“প্রতিরোধ করো লালনের নাম নিয়ে 
প্রতিরোধ  করো তিতুমীর তিতুমীর 
প্রতিরোধ করো ভাষার অস্ত্র দিয়ে 
বল বীর বল উন্নত মম শির…” 

 

 

কিছুদিন আগেও অন্য একটি অনুষ্ঠানে ইমনকে একই অনুরোধ করা হয়। তখন গায়িকা বলেছিলেন, “বাংলা গান যদি না শোনো তাহলে পাতলি গলি সে নিকলো।” পরে এই বিষয়ে তিনি বলেন, “এই কথাটা বলার জন্য কোনও দুঃখ নেই। এবং এটার জন্য আমাকে কাউকে কোনও কৈফিয়ত দেওয়ার দরকার নেই যে আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি। যে যার মতো করে ধরে নেবে। বাংলায় থেকে আমি যদি রবীন্দ্রনাথের গান শোনাতেই না পারলাম একটা মঞ্চে উঠে তাহলে আমি কেন গান গাই?”

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।