বরিশাল দক্ষিণ জেলা বিএনপির কর্মসূচিতে বাধা দিতে গিয়ে আহত তিনজন কনস্টেবল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তারা।
আহত তিনজন হলেন, পুলিশ লাইন্সে সংযুক্ত কনস্টেবল মামুন মিয়া, রাকিব হোসাইন ও জিয়াউল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, অনুমতি না নিয়ে মিছিল করার চেষ্টাকালে বাধা দেওয়ায় ধস্তাধ্বস্তিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
এই কর্মকর্তা বলেন, সরকারি কাজে বাধা, পুলিশের দায়িত্ব পালনে বাধার অভিযোগে ৪৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৪০ জনের বিরুদ্ধে এসআই আব্দুল মান্নান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে বিনা অনুমতিতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকার পরেও সরকারি আদেশ অমান্য করে নির্বাচন বানচাল করতে, যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, জানমালের ক্ষতি সাধন ও জনমনে আতঙ্ক সৃষ্টি এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগ আনা হয়েছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |