রোববার বিয়ে— শেষ মুহূর্তের কেনাকাটা ও প্রস্তুতি শেষ করতে বাবা-মা ও ভাইকে নিয়ে গতকাল শনিবার বাইরে বের হয়েছিলেন নববধূ। তবে বিয়েটা আর হয়নি, তার কয়েক ঘণ্টা আগেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার।
গতকাল শনিবার সৌদি আরবে ঘটে এমন মর্মান্তিক ঘটনা। এই দুর্ঘটনায় নববধূর বাবা-মা এবং ভাইও প্রাণ হারিয়েছেন।
সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, নিহত ওই নববধূর নাম হামস আল সাহারি। যেখানে নিজের বিয়ে নিয়ে আনন্দে উল্লাসে মেতে থাকার কথা ছিল তার। সেখানে সড়কে পুরো পরিবারের সঙ্গে প্রাণ হারিয়ে কবরে শুয়ে আছেন তিনি।
বিয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে নববধূর মৃত্যুর খবরটি সৌদির সাধারণ মানুষের মনে ব্যাপক নাড়া দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যম সাবকও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এটির কারণ খুঁজে বের করতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
সৌদি আরবের রাস্তাঘাঁটগুলো প্রশস্ত হলেও সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় প্রতি বছর দেশটিতে শত শত মানুষের মৃত্যু হয়।
সূত্র: আরবটাইমস অনলাইন
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |