খুলনা নগরীর সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালের মধ্যে একটি বাস আগুন লেগে পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। এতে বাসের মধ্যে থাকা হেলপার মারা গেছে।
নিহত হেলপারের নাম মো. শরীফ (১৬)। বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। অগ্নিকাণ্ডের সময় সে বাসের মধ্যে ঘুমিয়ে ছিল।
সোনাডাঙ্গা বাস টার্মিনালের পরিবহন শ্রমিকরা জানান, সুন্দরবন পরিবহন নামের ঢাকা-খুলনাগামী একটি লোকাল বাস টার্মিনালের মধ্যে পার্কিং করা ছিল। রাত ২টার দিকে হঠাৎ তারা বাসের মধ্যে আগুন জ্বলতে দেখেন। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকেরা টার্মিনালে আসার মধ্যেই বাসটি একেবারে পুড়ে যায়। বাসের মধ্যে থাকা হেলপার শরীফ তাৎক্ষণিকভাবে বের হতে না পারায় সেও পুড়ে মারা যায়।
সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে মশার কয়েল জ্বালিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন শরীফ। সেই কয়েল থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়েছে। চারিদিকে দরজা-জানালা বন্ধ থাকায় শরীফ আর বাসের মধ্য থেকে বের হতে পারেনি। ওই ঘটনার সঙ্গে নাশকতার কোনো সূত্র আছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |