প্রচ্ছদ দেশজুড়ে মাশরাফির কারণে সুযোগ পাচ্ছেন না তরুণরা

মাশরাফির কারণে সুযোগ পাচ্ছেন না তরুণরা

দেশজুড়ে: চলতি মাসেই শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নড়াইল-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। নির্বাচনের কারণে খেলা তো দূরে থাক! দীর্ঘ আট মাস মাঠে অনুশীলনেরও সুযোগ পাননি মাশরাফি। তাছাড়া গত আসরে সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে তোলা মাশরাফি এবার পায়ের চোট নিয়েই খেলছেন।

সিলেটের ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছিল, মাশরাফিকে শুধু অধিনায়ক হিসেবে হলেও চায় তারা। চোট নিয়ে খেলা আনফিট মাশরাফির কারণে সিলেটের একাদশে সুযোগ পাচ্ছেন না তরুণ পেসার রেজাউর রহমান রাজা- এমনটাই বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল বলেন, ‘এভাবে এই টুর্নামেন্টে মাশরাফি আসলে খেলতে চায়নি। মালিকরা চাচ্ছে সে মাঠে দাঁড়িয়ে থাকুক। এটা আমার মনে হয় এই টুর্নামেন্টটাকে ছোট করা হচ্ছে। কারণ এ ধরনের টুর্নামেন্ট পুরো বিশ্ব দেখছে।

আশরাফুল বলেন, বিপিএলের মাধ্যমে আমাদের আগামীর তরুণ খেলোয়াড়রা উঠে আসবে। তাছাড়া ছয় মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। রেজাউর রহমান রাজার মতো তরুণ পেস বোলাররা বসে আছে। বিপিএলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল। বিপিএলে ভালো করলে ওর জন্য বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হতো। আশরাফুল বলেন, ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক আমরা তার নাম দিয়েছি, অসাধারণ লিডার। সে সবার কথা শুনে, খেলাটা ভালো বুঝে। কিন্তু অধিনায়ক যদি নিজে পারফর্ম করে নেতৃত্ব দেওয়া সহজ হয়। তাছাড়া সে আট মাস ক্রিকেটের বাইরে ছিলো, নির্বাচনের জন্য ব্যস্ত ছিলো। একদিন মনে হয় অনুশীলনে এসেছিল বল করেছিলো কিনা জানি না।’

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।