প্রচ্ছদ দেশজুড়ে যার জিনিস চুরি, তার কাছেই বিক্রি করত তারা

যার জিনিস চুরি, তার কাছেই বিক্রি করত তারা

দেশজুড়ে : গাড়ির যন্ত্রাংশ চুরির অভিযোগে তামজিদ হোসেন শুভ (২৩) ও মো. সিয়াম (২৩) দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) রাতে তেজগাঁও থানার বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা শুধু মার্সিডিজ বেঞ্জ ও টয়োটা হ্যারিয়ার গাড়ির লোগো চুরি করে। যার কাছ থেকে চুরি করে পরে কৌশলে তার কাছেই বিক্রি করে সে যন্ত্রাংশ!

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোহসীন ঢাকা পোস্টকে বলেন, আটক শুভ ও সিয়াম পেশাদার চোর। শুভর বিরুদ্ধে ৪টি ও সিয়ামের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। ঢাকায় গাড়ির যন্ত্রাংশ চুরির সংঘবদ্ধ যে কয়েকটি চক্র আছে তার মধ্যে শুভ, সিয়াম অন্যতম। তারা শুধু মার্সিডিজ বেঞ্জ ও টয়োটা হ্যারিয়ার গাড়ির লোগো, স্টিকার, লুকিং গ্লাস ইত্যাদি চুরি করে।

পরে স্বল্প দামে ধোলাইখালে বিক্রি করে দেয়। যে ব্যক্তির গাড়ির যন্ত্রাংশ চুরি হয় তিনি যখন আবার এ ধরনের যন্ত্রাংশের খোঁজে ধোলাইখাল এলাকায় যান, তখন তার কাছেই উচ্চমূল্যে এগুলো বিক্রি করা হয়। দামি লোগো, স্টিকার, লুকিং গ্লাস চুরি করা সহজ, আবার দাম বেশি। তাই এগুলো তারা চুরি করে বলে জানায়। এসব গাড়ির লুকিং গ্লাস, লোগো, স্টিকারের দাম লাখ টাকা।

বুধবার রাতে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পার্কিংয়ে রাখা একটি হ্যারিয়ার গাড়ির স্টিকার চুরির চেষ্টা করে তারা। এসময় গাড়ির ড্রাইভার দেখলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করে ৯৯৯ এ ফোন দিলে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।