দেশজুড়ে: সিরাজগঞ্জের শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজের অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৫ মার্চ) সকালে ব্যানার ফেস্টুন নিয়ে মেডিকেল কলেজ ক্যাম্পাস ও কলেজের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ- প্রায়ই শ্রেণি কক্ষে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অস্ত্র নিয়ে ক্লাস প্রবেশ করতেন ডা. রায়হান। রাত হলেই ছাত্রীদের মুঠোফোনে কল ও এসএমএস দিতেন তিনি। সেই সঙ্গে শিক্ষার্থীদের দিয়ে চা-মুড়ি এনে খেতেন। বিভিন্ন সময় নানা অজুহাতে পিস্তল উঁচিয়ে গুলি করে দেয়ার ভয় দেখাতেন।
পুলিশ বলছে- অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তল দুটি লাইসেন্স বিহীন । কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের ভয়ে রাখতে ক্লাস রুমে অস্ত্র নিয়ে যেতেন তিনি।
তার কথা মতো না চললে বন্দুক তাক করে গুলি করার প্রস্তুতি নিতেন। সোমবার একইভাবে ৩য় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালের দিকে পিস্তল তাক করেন তিনি। এসময় পায়ে গুলি করে দেন। পরে ক্লাসের মেঝেতে লুটিয়ে পড়ে তমাল। এরপর ডা. রায়হান শরীফকে আটক করে পুলিশে দেয়া হয়।
অভিযুক্ত শিক্ষক রায়হান শরিফের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৮১ রাউন্ড গুলি ও ৮ টি চাকু উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |