দেশজুড়ে: মানিকগঞ্জে একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার পরীক্ষায় ফেল করায় অনামিকা ঘোষ (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জেলার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। অনামিকা উপজেলার গালা ইউনিয়নের গোপালপুর গ্রামের অজিত ঘোষের মেয়ে ও ঝিটকা খাজা রহমত আলী কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, এদিন ঝিটকা খাজা রহমত আলী কলেজের একাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হয়। অনামিকা নিজের ফলাফল দেখতে কলেজে যান, রেজাল্টে তিনি ফেল করেন। এরপর বাড়ি ফিরে পরিবারের কারও সঙ্গে কথা না বলে ঘরে প্রবেশ করেন।
দুপুরে খাওয়ার জন্য পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় তারা দেখেন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেছানো ঝুলন্ত অবস্থায় রয়েছে অনামিকা। পরিবারের লোকজন তার মরদেহের কাছ থেকে একটা চিরকুট পান। তাতে লেখা ছিল, ‘কলেজে রেজাল্ট দিছে, আমি ফেল করেছি। তাই আমি আর বাঁচতে পারলাম না।’
হরিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর-এ আলম বিষয়টা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটি পরীক্ষায় ফেল করার কারণে অভিমানে আত্মহত্যা করেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |