হেড লাইন: গাজীপুরের শ্রীপুরে ঘন কুয়াশার কারণে প্রাইভেট কার উল্টে গিয়ে গাড়ির মালিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক রুবেল মিয়া। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মাওনা ইউনিয়নের বদনীভাঙা গ্রামের বদনীভাঙা-গাজীপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাফিজ উদ্দীন মণ্ডল পাশের শৈলাট গ্রামের সাবেক ইউপি মেম্বার গোলাম মাওলার ছেলে।
সড়ক দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার পরিদর্শক সাখাওয়াৎ হোসেন। তিনি বলেন, মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটিও উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মোবারক হোসেন বলেন, চালককে নিয়ে মাফিজ মণ্ডল জরুরি কাজে নিজের প্রাইভেটকারে করে ঢাকা যাচ্ছিলেন। ঘন কুয়াশায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বদনীভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি ডোবায় ছিটকে পড়ে যায়। এ সময় পানিতে ডুবে যায় গাড়িটি। দরজা ভেঙে বের করার আগে মালিকের মৃত্যু হয়। চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, তিন দিন আগে শখ করে গাড়িটি কিনেছিলেন মফিজ উদ্দীন মণ্ডল। পরে আজ ওই গাড়ির কাগজপত্র নিয়ে রেজিস্ট্রেশন করার জন্য চালক রুবেলকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি। পথেই গাড়ি উল্টে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |