দেশজুড়ে : খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নুরুল কাদের চৌধুরী (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার দুপুরে জেলা শহরের টিঅ্যান্ডটি গেইট সড়কে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।।
নিহত নুরুল ব্যাটালিয়ন এলাকার আফসার হোসেনের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। স্থানীয়রা জানায়, নুরুল দুপুরে মোটরসাইকেলে করে বাজারের দিকে যাচ্ছিলেন।
পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তার মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেন। সেখান থেকে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। পথে তার মৃত্যু হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির হাসান বলেন, ঘটনায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। এছাড়া চালক আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |