অপরাধ: ঠিক মতো কর না দেওয়ার অভিযোগে প্রেমিকের নামে মামলা করে সরকারের কাছ থেকে প্রায় ১ কোটি টাকার পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের এক নারী। তার সাথে সম্পর্ক থাকাকালীন প্রেমিক অন্য নারীর সাথে সম্পর্কে লিপ্ত ছিল। তাই প্রতিশোধ নিতে প্রেমিকের কর ফাঁকির বিষয়ে কর্তৃপক্ষকে অভিহিত করেছেন তিনি।
বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আভা লুইস নামক একজন নারী জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবাকে (আইআরআস) তার প্রেমিকের কর ফাঁকির বিষয় সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন এবং এর জন্য তিনি কর্তৃপক্ষের কাছ থেকে পুরস্কারও পেয়েছেন।
ওই ভিডিওতে আভা বলেছেন, আমার সাবেক প্রেমিক আমার কাছে স্বীকার করেছিল, সে কখনোই তার কর পরিশোধ করেনি। তার কয়েক মাস পরে আমি তার সম্পর্কে আইআরআস-এ রিপোর্ট করেছি এবং ১ লক্ষ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকা) পুরস্কার পেয়েছি। নারীর ক্রোধ একটি শক্তিশালী জিনিস।
ভিডিওটি পোস্ট করার পর ৩৮ লাখেরও বেশি ভিউ হয়েছে। আভা লুইস যুক্তরাষ্ট্রের নাগরিক এবং পেশায় একজন মডেল।
সূত্র: চ্যানেল আই
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |