প্রচ্ছদ দেশজুড়ে সেজদারত অবস্থায় প্রাণ গেল মুসল্লির

সেজদারত অবস্থায় প্রাণ গেল মুসল্লির

দেশজুড়ে : গাজীপুরের কাপাসিয়ায় ফজরের নামাজে সেজদারত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার চর সনমানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের বাসিন্দা।

জানা গেছে, আব্দুল বাতেন (৭০) স্ত্রী মারা যাওয়ার পর থেকে নিজ ঘরে একা থাকতেন। প্রতিদিনের মতো গতকাল রাতে এশার নামাজ শেষে তিনি খাওয়া-দাওয়া সেরে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।

শনিবার সকালে বেলা হওয়ার পরও ঘুম থেকে তাকে উঠতে না দেখে প্রথমে ছেলে সবুজের স্ত্রী তার খোঁজে ঘরে যান। সেখানে তাকে ঘরের বিছানায় জায়নামাজে সেজদারতভাবে নিথর অবস্থায় দেখতে পান।

তার আরো দুই ছেলে কাউসার ও রাজীব জানান, তারাও ঘরে গিয়ে তাকে জায়নামাজে সেজদারত অবস্থায় মৃত দেখতে পান। মৃত আব্দুল বাতেন মনোহরদীর হাতিরদীয়া বাজারে দর্জির কাজ করতেন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।