প্রচ্ছদ হেড লাইন স্বর্ণালংকার, নগদ টাকার সাথে টেলিভিশনের রিমোটও নিয়ে যায় ডাকাত দল

স্বর্ণালংকার, নগদ টাকার সাথে টেলিভিশনের রিমোটও নিয়ে যায় ডাকাত দল

অপরাধ: ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা দিঘীরপাড়,বাস্তা ইউনিয়নের বাঘাসুর ও মুচিয়াসুর এবং শাক্তা ইউনিয়নের বলসুতা এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় ডাকাত দল স্বর্ণালংকার নগদ টাকাসহ পরনের দামি কাপড়চোপড় ও টেলিভিশনের পাশাপাশি টেলিভিশনের রিমোট সহ ডাকাতি করে নিয়ে গিয়েছিল।

এসব ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের হলে এর তদন্তে কেরানীগঞ্জ সাভার, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও রাজধানীর বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চারটি বড় ছোরা, একটি সেলাই রেঞ্জ, একটি শাবল, দুটি স্কু ড্রাইভার ও ডাকাতি করা ১১ ভরি স্বর্ণালংকার,নগদ ৭হাজার টাকা,৩টি মোবাইল ফোন,একটি রিমোট সহ টেলিভিশন ও বেশ কিছু ব্যবহৃত কাপড়চোপড় উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান। গ্রেপ্তারকৃতরা হল- ডাকাত সরদার ইলিয়াস ওরফে মাস্টার (৪৮), শাহীন ওরফে ভাগিনা (২৮), সোহেল (৪০), বাবুল (২৪), আসাদ (৪৩), রাশেদুল ওরফে বিটু (৩০), ওহাব ওরফে নানা (৬২), সামাদ(৫০), দীপু (২০), মকবুল ওরফে মঙ্গল (২৭)।

মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, “তারা পেশাদার ডাকাত। তারা পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার জন্য মাছ ধরার জাল সাথে রাখে এবং কোথাও পুলিশ টহল টিম বা চেকপোস্টে ধরা পড়লে তারা পেশায় জেলে এবং রাত্রে মাছ ধরতে যাচ্ছে বলে জানায়। গ্রেপ্তারকৃত ডাকাত দলের প্রত্যেক সদস্যের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।