প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ৬টি সোনার বার উদ্ধার করে তিনটিই গায়েব করে দিয়েছে তিন এসআই

৬টি সোনার বার উদ্ধার করে তিনটিই গায়েব করে দিয়েছে তিন এসআই

সোনা চোরাচালান মামলায় খুলনার লবণচরা থানায় কর্মরত তিন পুলিশসহ চার জনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) উদ্ধার হওয়া ছয়টি বারের মধ্যে তিনটিই ওই তিন পুলিশ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন আটক চোরাচালানি।

এর ফলে পুলিশ আটক চোরাচালানির সঙ্গে অভিযানে থাকা তিন পুলিশকেও আটক করে আদালতে প্রেরণ করে। আদালত শুনানি শেষে চার জনকেই কারাগারে পাঠিয়েছে। এ ঘটনায় লবণচরা থানায় স্বর্ণ চোরাচালান মামলা দায়ের করেছে পুলিশ।

কারাগারে পাঠানো তিন পুলিশ হলেন- এসআই মোস্তফা, হাবিব ও মুরাদ। আর চোরাচালানি বেজ দেব।

লবণচরা থানার ওসি হাসিবুর রহমান বলেন, শুক্রবার দুপুরের দিকে তিন এসআই সাচিবুনিয়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় তারা বেজ দেবকে সোনার বারসহ আটক করে। এরপর তিন পুলিশ বেজ দেবকে তিনটি বারসহ গ্রেফতার দেখায়।

ওসি বলেন, বেজ দেব অভিযোগ করে বলেন, তার কাছ থেকে ছয়টি সোনার বার নেওয়া হয়েছে। কিন্তু পুলিশ তিনটি দেখিয়ে তিনটি আত্মসাৎ করেছে। এ অভিযোগ ওঠার পর ওই তিন পুলিশকেও আটক করা হয়। এ ঘটনায় থানায় চোরাচালানি মামলা করা হয়েছে। এরপর চার জনকে শুক্রবারই আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে চার জনকেই কারাগারে প্রেরণ করার আদেশ দেন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।