প্রচ্ছদ সারাদেশ ৬ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স জানুয়ারিতে

৬ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স জানুয়ারিতে

সারাদেশ: চলতি বছরের প্রথম মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা গত ছয় মাসে সর্বোচ্চ। এর আগে গত বছরের জুনে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ডলার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে মোট প্রবাসী আয় এসেছে ২১০ কোটি ১০ লাখ ডলার। এর আগে গতবছরের ডিসেম্বরে ১৯৮ কোটি ৯৮ লাখ ডলার ও নভেম্বরে এসেছিল ১৯৩ কোটি ডলার। গতবছর দেশে প্রবাসী আয় এসেছিল ২ হাজার ১৯০ কোটি ডলার। ২০২২ সালে এসেছিল ২ হাজার ১৩০ কোটি ডলার। এর মানে, ২০২৩ সালে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩ শতাংশ। এর আগে ২০২১ সালে ২ হাজার ২০৭ কোটি ডলার, ২০২০ সালে ২ হাজার ১৭৩ কোটি ডলার ও ২০১৯ সালে ১ হাজার ৮৩৩ কোটি ডলারের প্রবাসী আয় আসে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।