প্রচ্ছদ আইন আদালত অবশেষে আদালতে জবানবন্দি দিলেন ধর্ষণের শিকার সেই তরুণী

অবশেষে আদালতে জবানবন্দি দিলেন ধর্ষণের শিকার সেই তরুণী

দেশজুড়ে: খুলনার ডুমুরিয়ায় বহুল আলোচিত ধর্ষণ ও অপহরণের শিকার সেই তরুণী আদালতে জবানবন্দি দিয়েছে। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) মুক্ত রায় চৌধুরী তাকে আদালতে হাজির করেন। জবানবন্দি শেষে ভুক্তভোগী তরুণীকে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) বিকাল ৫টার দিকে খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রওনক জাহান তার জবানবন্দি গ্রহণ করেন। এদিকে,

গত বৃহস্পতিবার মামলা রেকর্ড হলেও এখন পর্যন্ত পুলিশ প্রধান আসামি উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদসহ ৭ জনের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।

উপজেলা চেয়ারম্যান ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন- এজাজ আহমেদের চাচাতো ভাই রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান, গাজী আবদুল হক, আল আমিন গাজী, আক্তারুল আলম, সাদ্দাম গাজী ও মো. ইমরান হোসাইন। এছাড়াও অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

আদালত সূত্র জানায়, শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৭ পর্যন্ত দুই ঘণ্টা ধরে ভুক্তভোগী তরুণী খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রওনক জাহানের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে ভুক্তভোগী তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং হাসপাতাল থেকে উঠিয়ে নিয়ে নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের বর্ণনা দেন। জবানবন্দি রেকর্ড হওয়ার পর আদালত ভুক্তভোগীকে মায়ের কাছে পৌঁছে দেন।

ডুমুরিয়া থানার ওসি সুকান্ত কুমার সাহা জানান, বৃহস্পতিবার বিকালে আদালতের নির্দেশ থানায় আসার পর রাতেই মামলাটি রেকর্ড করা হয়েছে।

মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ওসি (তদন্ত) মুক্ত রায় চৌধুরীকে। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।