খেলাধুলা: চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। যে কারণে চলতি বিপিএলে কিছুদিন ধরে বোলারের ভূমিকাতেই দেখা যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। রংপুর রাইডার্সের হয়ে শেষ দুই ম্যাচে ব্যাটিংয়ে নামেননি তিনি। সবশেষ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাটিংয়ে নামলেও মারেন গোল্ডেন ডাক। ব্যাট হাতে ফিরতে না পারলে কি অবসরে যাবেন সাকিব? বিশ্বসেরা অলরাউন্ডার বললেন, ‘আগে চেষ্টাটা করে নিই।’
ব্যাটিংয়ে ফেরার চেষ্টায় রয়েছেন সাকিব। ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করছেন নেটে। বোঝার চেষ্টা করছেন চোখের সমস্যাটা কমছে কি না। তবে শনিবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুই ম্যাচ পর ব্যাটিংয়ে নেমে রানের খাতাই খুলতে পারেননি রংপুর রাইডার্সের সাকিব। অবসর ভাবনার বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠতেই সাকিব বলেন, ‘আমার এখন পর্যন্ত কোনো ভাবনা নেই। চেষ্টা করছি।
শুধু বোলার হিসেবে রংপুর রাইডার্স দলে থাকা সাকিব কি এভাবে জাতীয় দলে খেলতে পারবেন? প্রশ্নের উত্তরটা কৌশলে দিলেন টাইগার অধিনায়ক। সাকিব বলেন, ‘এটা আসলে সময়ই বলে দেবে। টুর্নামেন্ট এখনো চলছে। দেখি কী অবস্থা দাঁড়ায়। পরে অফিসিয়ালদের সঙ্গে কথা হবে, তারপর সিদ্ধান্ত নেব।’
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |