প্রচ্ছদ দেশজুড়ে অবৈধ উপার্জনের তথ্যপ্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো

অবৈধ উপার্জনের তথ্যপ্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো

রাজনৈতিক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কঠোর সমালোচনা করে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সোমবার (২২ এপ্রিল) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে একটি ফেসবুক স্ট্যাটাস দেন তিনি।

যেখানে একটি দরখাস্তের ছবি তুলে ধরে গোলাম রাব্বানি লেখেন, প্রভাবশালী-ক্ষমতাবানদের বেলায় দুদক কতটা অথর্ব, অকার্যকর, নখদন্তহীন, দুর্বল তার প্রজ্বলিত উদাহরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহাদুর্নীতিবাজ সদ্য সাবেক ভিসি!

জনৈক ভুক্তভোগী শিক্ষার্থীর পর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও বোটানি ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ আলী আকন্দ স্যার ২০২২ সালের ১ নভেম্বর ৫০ পৃষ্ঠার তথ্যপ্রমাণসহ দুদক চেয়ারম্যান বরাবর ২য় বারের মতো দরখাস্ত জমা দেন, (রিসিভড কপি দেখে নিন)। সব জানা বোঝার পরও ন্যূনতম একটা তদন্ত করার সাহস দুদকের হলো না! হায় সেলুকাস!

পোস্টটি দুদক সংশ্লিষ্ট কারো নজরে আসলে চেয়ারম্যান, কমিশনারদ্বয় ও সেক্রেটারি মহোদয়ের নজরে আনেন, হ্যাডাম থাকলে সৎ সাহস নিয়ে একটা তদন্ত করেন, ৬৫ কোটি টাকার অডিট আপত্তিসহ শতকোটি টাকা দুর্নীতির অকাট্য তথ্যপ্রমাণ বিশ্ববিদ্যালয়ের প্রায় সবার কাছেই আছে!

সাথে আমার বিষয়েও তদন্ত করেন, কোথাও থেকে কোন কাজ, তদবির বা ১ টাকা অবৈধ উপার্জনের তথ্যপ্রমাণ দিতে পারলে যেকোনো শাস্তি মাথা পেতে নিয়ে রাজনীতি ছেড়ে দেবো! আবারও ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম!

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।