প্রচ্ছদ জাতীয় আবারো কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা ট্রেন কন্ট্রোলারদের

আবারো কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা ট্রেন কন্ট্রোলারদের

সারাদেশে আবারো কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন রেলওয়ের ট্রেন কন্ট্রোলাররা। সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে এ কর্মসূচি পালন করবেন তারা। ফলে সারাদেশে চলাচল করা ট্রেনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা রয়েছে। রোববার (২৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ রেলওয়ে ট্রেন কন্ট্রোলারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

পাকশী রেলওয়ে বিভাগের কন্ট্রোলার মো. আব্দুল হামিদ বলেন, ‘আমরা বছরে ৩৬৫ দিন ২৪ ঘণ্টা কর্মস্থলে দায়িত্ব পালন করায় ৪টি অগ্রিম ইনক্রিমেন্ট এবং ভাতা পেতাম। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ২০২২ সালের ২৪ জুলাই অফিস আদেশের মাধ্যমে তা বাতিল করে। পরবর্তীতে আমরা পূর্বের সব সুবিধা পুনর্বহালের দাবি জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে চিঠির মাধ্যমে জানিয়েছি। আগেও কর্মবিরতির ঘোষণা দিয়েছিলাম। কিন্তু রেলওয়ের পক্ষ হতে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) এক মাসের জন্য কর্মবিরতি স্থগিত করতে অনুরোধ করেন।’

তিনি বলেন,‘ঊর্ধ্বতনদের প্রজ্ঞাপন জারি করার সর্বোচ্চ চেষ্টার সুস্পষ্ট অঙ্গীকারের ভিত্তিতে ট্রেন কন্ট্রোলারস অ্যাসোসিয়েশন এক মাসের জন্য কর্মসূচি স্থগিত করে। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অফিস আদেশ বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। তাই আমরা কর্মবিরতির সিদ্ধান্তে অনড়।’

এটা না হলে রেলের অন্যান্য বিভাগের মতো সাপ্তাহিক ছুটি, সুনির্দিষ্ট অফিস টাইম, উৎসব ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা চান তারা।

এছাড়া এই কর্মবিরতির কারণে যদি কোনো ট্রেন বিলম্ব হয় বা ট্রেন চলাচলে বিঘ্ন বা শিডিউল বিপর্যয় ঘটে তার দায়ভার ট্রেন কন্ট্রোলাররা বহন করবেন না বলেও জানান আব্দুল হামিদ। অর্থ বিভাগের দু’টি ‘কালো’ অফিস আদেশ বাতিল করে কন্ট্রোলারদের পূর্বের সব সুবিধা পুনর্বহাল করার দাবি জানান তিনি।

চট্টগ্রাম বিভাগীয় কন্ট্রোল অফিসের ডিটিএনএল (অতিরিক্ত দায়িত্ব সিটিএনএল) আতিকুর রহমান মোহাম্মদ সায়েদ বলেন, কোনো জনদুর্ভোগ সৃষ্টি করা আমাদের লক্ষ্য নয়। কর্মবিরতি কতদিনের বা কতক্ষণ সেটি নির্ভর করছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তের ওপর। আমরা ঊর্ধ্বতনদের অনুরোধকে সম্মান জানিয়ে আগেরবার কর্মসূচি প্রত্যাহার করেছিলাম। এবার শতভাগ নিশ্চয়তা না পেলে কিংবা লিখিত অফিস আদেশ না পেলে আমাদের কর্মসূচি চলবে। দাবি মেনে নিয়ে অফিস আদেশ দিলে আমরা কাজে ফিরবো। আমাদের যে যৌক্তিক দাবি তা মেনে নিলে আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিবো।’

জানা গেছে, ট্রেন কন্ট্রোল অফিস বাংলাদেশ রেলওয়ের মূল চালিকা শক্তি। ট্রেন পরিচালনা সংক্রান্ত সকল কার্যক্রমসহ জরুরি নির্দেশনা ট্রেন কন্ট্রোল অফিসের মাধ্যমে পরিচালনা করা হয়। এটিই রেলের একমাত্র অফিস যা বছরের ৩৬৫ দিন ২৪ ঘণ্টা খোলা থাকে। কোনো পরিস্থিতিতে কন্ট্রোল অফিসের কার্যক্রম বন্ধ হয় না।

সুূুত্রঃ চ্যানেল 24

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।