প্রচ্ছদ জাতীয় আরও কমলো সয়াবিনের দাম

আরও কমলো সয়াবিনের দাম

জাতীয়: আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম আরও কমেছে। শুক্রবার (১২ এপ্রিল) আরেক দফা হ্রাস পেয়েছে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দর। এই প্রেক্ষাপটে পণ্যটির মূল্য বিগত ৩ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বিশ্ববাজারে সয়াবিনের সরবরাহ ব্যাপক বেড়েছে। বিশেষত দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে রপ্তানি বৃদ্ধি পেয়েছে। ফলে তেলবীজটির বাজার চাপে পড়েছে। সবমিলিয়ে সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে পণ্যটি।

আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সবচেয়ে সক্রিয় সয়াবিনের দর কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ১১ ডলার ৫৬ সেন্টে। ২০২০ সালের নভেম্বরের পর যা প্রায় সর্বনিম্ন।

চলতি সপ্তাহে সয়াবিনের দাম কমেছে ২ শতাংশ। এরই মধ্যে গত বৃহস্পতিবার বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) পূর্বাভাস দিয়েছে, অভ্যন্তরে সয়াবিনের মজুত বেড়ে দাঁড়াবে গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে।

তবে ২০২৩-২৪ অর্থবছরে আরেক বৃহৎ উৎপাদক ব্রাজিলে সয়াবিনের উৎপাদন কমতে পারে। কিন্তু বাজারে এর নেতিবাচক প্রভাব পড়েনি। কারণ, বৈশ্বিক বাজারে চাহিদা দুর্বল রয়েছে। ইউএসডিএ জানিয়েছে, এবার দেশটিতে সয়াবিনের উৎপন্ন হতে পারে ১৫৫ মিলিয়ন মেট্রিক টন। আগে যে আভাস ছিল আরও বেশি।

ব্যবসায়ীরা বলছেন, আলোচিত দিনে সয়াবিনের নিট বিক্রেতা ছিল কম্মোডিটি ফান্ডগুলো। পণ্যটির ক্রেতাও ছিল তারা।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।