দেশজুড়ে: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ বন্দী নেতাকর্মীদের মুক্তি ও বিভিন্ন মামলা প্রত্যাহার এবং বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর দয়াগঞ্জে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। এর নেতৃত্ব দেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
এই মিছিলে পুলিশ বাধা দিয়ে ৮জন নেতাকর্মীকে আটক করেছে বলে অভিযোগ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয় এবং নেতাকর্মীদের আটক করে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের অভিযোগ- শান্তিপূর্ণ মিছিল থেকে সূত্রাপুর থানা ছাত্রদলের সিনিয়রসহ সভাপতি হিমু, ৪৬ নং ওয়ার্ড বিএনপি নেতা মহসিন, কোতোয়ালী থানা শ্রমিক আহবায়ক মোহাম্মদ আয়নাল ফকির ও স্বেচ্ছাসেবক দলের ৫৩ নং ওয়ার্ড বাগানবাড়ি ইউনিটের সাংগঠনিক সম্পাদক মো. সজিবসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। এবিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, কয়জনকে আটক করা হয়েছে এখনো বলা যাচ্ছে না। যাছাই বাছাই শেষ হওয়ার আগে সুনির্দিষ্ট সংখ্যা বলা যাচ্ছে না বলে জানান তিনি।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |