জাতীয়: পবিত্র রমজান মাস শুরু হয়েছে। আগামী মাসে অর্থাৎ এপ্রিলে ঈদুল ফিতর উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ ঈদে টানা ৫ থেকে ৬ দিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
১২ মার্চ শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এ মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল, বৃহস্পতিবার। ঈদুল ফিতরের দিন সাধারণত ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সেই হিসাবে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার) ঈদুল ফিতরের সরকারি ছুটি থাকবে। পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। তারপর দিন ১৪ এপ্রিল (রোববার) নববর্ষের ছুটি। তাই ঈদে অন্তত ৫ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
আর রমজান মাস ২৯ দিন হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল, বুধবার। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরু হতে পারে ৯ এপ্রিল, মঙ্গলবার থেকে। সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা টানা ছয়দিন ছুটি ভোগ করবেন।
এদিকে ঈদ সামনে রেখে আগামী ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি হলেও এবার ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। অর্থাৎ টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত। আর আগামী ৪ এপ্রিল শুরু হবে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি। চলবে ১০ এপ্রিল পর্যন্ত।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |