পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সরকারি চাকরিজীবীদের চলতি জুন মাসের বেতন অগ্রীম দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার একটি নির্দেশনা জারি করে তাদের বেতন আগামী ১৩ জুন দেয়ার কথা বলেছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। খবর খালিজ টাইমসের।
সংবাদমাধ্যমটি বলছে, ক্রাউন প্রিন্সের এমন নির্দেশনার ফলে চাকরিজীবীরা এখন তাদের সব চাহিদা মেটাতে পারবেন। পরিবারের সঙ্গে আনন্দ ঘন সময় পার করতে পারবেন।
এ ছাড়া এই বছর ঈদুল আজহা উপলক্ষে আমিরাতের নাগরিকরা পাঁচ দিন পর্যন্ত সরকারি ছুটি পাবেন। অবশ্য বিষয়টি ঈদের চাঁদ কখন দেখা যাবে তার ওপর নির্ভর করছে।
আরও পড়ুন : পবিত্র কুরবানি কবে জানতে নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানাল সৌদি আরব
এদিকে পবিত্র কুরবানি কবে তা নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছে সৌদি আরব। বুধবার (৫ জুন) দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে এ আহ্বান জানায়।
এতে বলা হয়, বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের আহ্বান জানানো হচ্ছে। যদি খালি চোখে অথবা বাইনোকুলারের মাধ্যমে চাঁদ দেখা যায় তাহলে স্থানীয় কর্তৃপক্ষকে সেই তথ্য জানাতেও বলা হয়েছে।
জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিমদের দ্বিতীয় বড় উৎসব পবিত্র ঈদুল আজাহার দিনক্ষণ নির্ধারণ করা হয়। ধারণা করা হচ্ছে আগামী ১৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং ১৫ জুন হবে আরাফার দিন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |