প্রচ্ছদ হেড লাইন এবার ভারত যে বড় বিপাকে বাংলাদেশিদের ভিসা না দিয়ে

এবার ভারত যে বড় বিপাকে বাংলাদেশিদের ভিসা না দিয়ে

হেড লাইন: কলকাতায় বাংলাদেশি পর্যটক তলানিতে নেমে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ছোট-বড় ও মাঝারি সব ধরনের ব্যবসায়ী। আবাসিক হোটেল, খাবারের দোকান, ট্যাক্সি চালকদের চোখে-মুখেও নেমে এসেছে অন্ধকার। গত ৫ আগস্টের পর থেকে ঢাকা-নয়াদিল্লি ‘শীতল সম্পর্ক’র জেরে পর্যটক ভিসা প্রায় বন্ধ করে দিয়েছে ভারত।

এতে জরুরি কাজে দেশটিতে যেতে না পারে বাংলাদেশি পর্যটকরাও পড়েছেন বিড়ম্বনায়। অক্টোবর থেকে মধ্য জানুয়ারি প্রায় চার মাস কলকাতার নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা বছরের সেরা সময় পার করেন। অন্য রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকেও আসেন পর্যটকরা। তবে বহু বছরের চিরাচরিত এ চিত্র এবার পাল্টে গেছে ঢাকা-দিল্লির শীতল সম্পর্কের জেরে।

বাংলাদেশিদের গত আগষ্টের পর থেকে পর্যটক ভিসা দেয়া বন্ধ রেখেছে ভারত। আর যারা এর আগে ভিসা করেছেন, তাদের ছয় মাসের ভিসার মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। কলকাতার মার্কেট বা হোটেল পাড়ায় যে ক’জন বাংলাদেশি পর্যটককে দেখা যাচ্ছে, তাদের বেশিরভাগেরই ভিসা ইস্যু হয়েছে জুলাইয়ে। পর্যটক খরায় হোটেল-বিপণীবিতানের মতো কলকাতা-ঢাকা রুটে সরকারি-বেসরকারি পরিষেবাও প্রায় বন্ধের মুখে। বর্তমান অবস্থা অব্যাহত থাকলে আগামী জানুয়ারিতে কলকাতা বাংলাদেশি পর্যটকশূন্য হয়ে পড়বে বলে আশঙ্কা স্থানীয় ব্যবসায়ীদের।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।