বিনোদন: অভিনয় জগতে দিন ও রাতে ভিন্ন চিত্র ধরা দিয়েছে ভারতের তেলেগু অভিনেত্রী সন্ধ্যা নাইডুর কাছে। তার অভিযোগ, দিনে যারা ‘আম্মা’ বলে ডাকেন, রাত নামলে ওই ব্যক্তিরাই তাকে বিছায়ানায় চান। এমনি ফোনে সরাসরি কুপ্রস্তাবও দেন সন্ধ্যা নাইডু বলেন, ‘সকালে ওরা আমাকে আম্মা বলে ডাকে। কিন্তু রাতে চায় বিছানায়। ওরা যে ইন্ডাস্ট্রিরই লোকজন সেটা বুঝতে একটুও অসুবিধা হয় না।
এক দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করা সন্ধ্যাকে কারা বিছানায় ডাকেন- সেটি তিনি পরিষ্কার করে বলেননি। মা ও চাচির চরিত্রে নিয়মিত অভিনয় করায় এরই মধ্যে সন্ধ্যা নাইডু ‘আম্মা’ উপাধি পেয়েছেন। এর আগে তামিল অভিনেত্রী শ্রী রেড্ডি প্রতিবাদ জানিয়ে বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্থানীয় শিল্পীদের যথেষ্ট সুযোগ নেই। তবে তার প্রতিবাদের ভাষাটা ছিল একটু ভিন্ন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |