প্রচ্ছদ হেড লাইন কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে প্রবাসে ফেরা হলোনা সাজ্জাদের

কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে প্রবাসে ফেরা হলোনা সাজ্জাদের

হেড লাইন: নোয়াখালীর সদর উপজেলায় তিন গ্রামের মানুষের আধিপত্য বিস্তারের দীর্ঘদিনের দ্বন্দ্বে সংগঠিত দুই কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. সৌরভ হোসেন সাজ্জাদ (২০) নামে এক প্রবাস ফেরত যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরও ৪ জন গুরুত্বর আহত হয়। এই ঘটনার পরবর্তীতে অভিযান চালিয়ে পুলিশ রাকিব উদ্দিন (২৫) রিয়াজ উদ্দিন (২৩) ও আরিফ উদ্দিন (২৫) নামে তিন যুবককে গ্রেফতার করেছে।

নিহত মো.সৌরভ হোসেন ওরফে সাজ্জাদ (২০) উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৩ নম্বর রামকৃঞ্চপুর গ্রামের আহাম্মদ মুন্সি বাড়ির মো.সবুজের ছেলে। সোমবার (২৯ জানুয়রি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাধেরহাট পুর্ব বাজারের তাবাসসুম ষ্টেশনারী এন্ড ভ্যারাইটিজ শপের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গ্রেরণ করা হয়েছে এবং একজন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুত্বর আহতরা হলেন, একই গ্রামের নাজিম উদ্দিন (১৮) রাকিব (২৪) রিয়াজ(২২) রাজিব(২৫)।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার নোয়ান্নই ইউনিয়নের তিন গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গতকাল দুপুরের দিকে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ স্থানীয় বাধেরহাট বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ওই সংঘর্ষে আবুধাবি প্রবাসী সৌরভকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষে জড়ানো দু’গ্রুপই স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল করিম বাবুর অনুসারী।

তবে অভিযোগের বিষয়ে জানতে সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল করিম বাবুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার ফোনে সংযোগ পাওয়া যায়নি। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, একই ইউনিয়নের তিন গ্রামের মানুষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত আছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।