প্রচ্ছদ দেশজুড়ে কোটা আন্দোলনের তিন সমন্বয়কের খোঁজ পাওয়া গেছে

কোটা আন্দোলনের তিন সমন্বয়কের খোঁজ পাওয়া গেছে

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র দুই সমন্বয়ক ও এক সহ-সমন্বয়কের খোঁজ মিলেছে। তারা হলেন সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার এবং সহ-সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত। কোটা সংস্কার আন্দোলনের সামনের সারিতে থাকা এই তিনজনের গত কয়েকদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছিলেন তাদের স্বজন ও আন্দোলনকারীরা।

আন্দোলনের দুই সমন্বয়ক ও এক সহ-সমন্বয়কের খোঁজ পাওয়ার বিষয়টি আজ বুধবার বিকেলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এছাড়া তাদের জরুরি চার দফা দাবিতে আল্টিমেটাম চলছে বলেও জানান সারজিস।

তিনি বলেন, আসিফ মাহমুদ তাদের জানিয়েছেন তাকে কে বা কারা তুলে নিয়ে গিয়েছিল। ছাড়া পাওয়ার পর আসিফ বর্তমানে হাসপাতালে রয়েছেন। তার সঙ্গে তার পরিবারের সদস্যরাও আছেন।

আন্দোলনের বিষয়ে সারজিস আলম বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত আমরা জরুরি চার দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছি। আমরা শুক্রবার থেকে ক্যাম্পাসে ফিরতে চাই। এছাড়া ইন্টারনেট সেবা চালু, কারফিউ প্রত্যাহার এবং বিভিন্ন পর্যায়ের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছি। আপাতত আমরা এসব দাবিতে অনড় রয়েছি। এরপর আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ জানাব।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।